নিজস্ব সংবাদদাতা : মঞ্চে আসন অলংকৃত করেছেন বিদ্বজ্জনেরা, আর মঞ্চের নীচে ঠাঁই হয়েছে রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, কাজী নজরুল ইসলামদের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিত্বদের। এযেন প্রদীপের নীচেই অন্ধকার! এমনই এক ‘অপ্রত্যাশিত’ দৃশ্যের সাক্ষী থাকল গ্রামীণ হাওড়ার ভাটোরা দ্বীপাঞ্চল।
ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে নিন্দায় সরব হয়েছেন বহু মানুষ। জানা গেছে, গত রবিবার আমতা-২ ব্লকের ভাটোরা রূপনারায়ণ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে হাওড়া দ্বীপাঞ্চল কবিতা উৎসব ও স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
‘দু মুঠো পাগল ধান’ সাহিত্য পত্রিকার উদ্যোগে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলার সাহিত্য ও সংস্কৃতি জগতের বহু বিশিষ্টজন উপস্থিত ছিলেন। কিন্তু, এহেন বিশিষ্টজনদের উপস্থিতিতে কীভাবে মঞ্চের নীচে ঠাঁই হল প্রাতঃস্মরণীয় ও বরণীয় ব্যক্তিত্বদের তা নিয়েই প্রশ্ন উঠেছে স্থানীয় মহলে।