নিজস্ব সংবাদদাতা : আমতা-১ ব্লকের পূর্ব গাজীপুর গ্রামে আমতা-বাগনান রোডের পাশেই রয়েছে একটি কারখানা।সূত্রের খবর, কারখানাটি থেকে নির্গত দূষিত রাসায়নিক বর্জ্যের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে দীর্ঘদিন ধরে দূষিত হচ্ছে কারখানার পাশেই থাকা একটি খালের জল।
এর ফলে খালের জলজ বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের উপরও এর সূদুরপ্রসারী প্রভাব পড়তে পারে বলে বিশেষজ্ঞদের মতামত। পাশেই রয়েছে কৃষিক্ষেত।
ফলে ওই খালের দূষিত জল কৃষিকাজেও ব্যবহারের অনুপযোগী হয়ে উঠবে ও ফসলের গুণগত মান হ্রাস পাবে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, খালের নোংরা জল থেকে জন্ম নিচ্ছে মশা। তাই তাঁরা এই সমস্যার স্থায়ী সমাধানে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চান।