এক ঠিকাদারকে অপহরনের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো হাওড়ার জয়পুর থানা এলাকায়, তদন্তে পুলিশ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : এক  ঠিকাদারকে অপহরনের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বুধবার দুপুরে হাওড়া গ্রামিন জেলার জয়পুর থানা এলাকায়। নিখোঁজ ঠিকাদারের নাম অমিত মন্ডল। বছর আটত্রিশের অমিতের বাড়ি বাগনান থানার উত্তর চাকুরে।  কন্ট্রাক্ট নিয়ে বাড়িতে বাড়িতে ও বিভিন্ন প্রতিষ্ঠানে মার্বেল বসানোর কাজ করতেন। এই কাজের সুবাদে মাঝেমধ্যে তাকে বিভিন্ন জায়গায় যেতে হত বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মঙ্গলবার জয়পুর থানার মাকালদহ গ্রামে এক মার্বেল মিস্ত্রির বাড়িতে রাত্রিবাস করেন। বুধবার সকাল ন’টা নাগাদ অমিত তার বাড়ির লোকেদের সাথে ফোন মারফত কথা বলেন বলে অমিতের স্ত্রী শুক্লা মন্ডল বলেন।

এর কয়েক ঘণ্টা পরই তারা লোক মারফত জানতে পারেন, তার স্বামীকে অপহরণ করা করা হয়েছে বলেন। বাগনান এক নম্বর ব্লকের সাবসিট গ্রাম পঞ্চায়েতের চাকুর গ্রামের পঞ্চায়েতের সদস্য তপন সামন্ত বলেন, আমাদের এলাকা থেকে একজন নিখোঁজ হয়েছেন,এই খবর পেলাম আমরা ঘটনাস্থল জয়পুর থানার অমরাগোড়িতে যায়। সেখানে গিয়ে জানতে পারি যে একটি মারুতি গাড়ি করে জনাচারেক মানুষ জোর করে অমিতকে গাড়িতে তুলে নিয়ে যায়। ঘটনাটি এত দ্রুত ঘটে যে এলাকার লোকজনরা ওই মারুতি গাড়িকে ধাওয়া করার আগেই সেই গাড়ি ওই জায়গা ছেড়ে চলে যায়। এই সময় অমিতের পকেট থেকে মোবাইল পড়ে যায়। সেই মোবাইল অন্য একজন কুড়িয়ে পকেটে ঢুকিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এলাকার লোকজন তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ ওই লোক সহ দু’জনকে জিগ্গাসাবাদের জন্য আটক করেছে। এ’দিকে নিখোঁজ অমিতের স্ত্রী শুক্লা বুধবার সন্ধ্যায় জয়পুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, তারা তদন্ত শুরু করেছেন। এই ব্যাপারে পুলিশ এক মহিলা তান্ত্রিকের খোঁজ করছেন বলে জানা গেছে।