নিজস্ব সংবাদদাতা : কোনো আড়ম্বর কিমবা কেক কেটে নয়, ছেলের চার বছরের জন্মদিন উপলক্ষ্যে গ্রামীণ হাওড়ার আমতা-১ ও বাগনান-১ ব্লকের বেশ কিছু প্রান্তিক পড়ুয়াদের সাথে আনন্দ ভাগ করে নিলেন হাওড়ার দম্পতি সুচন্দ্রিমা ও বিমান।
রবিবার সুচন্দ্রিমা ও বিমানের একমাত্র পুত্র ঋদ্ধিশের চার বছরের জন্মদিন উপলক্ষ্যে আমতার উদং কালীমাতা আশ্রম প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন দেখার উজান গাঙ’।
সেই অনুষ্ঠান থেকে কিরণ, পুষ্কর, সাবানাদের মতো ১০ জন লড়াকু মেধাবী পড়ুয়ার হাতে বই, খাতা, কালারবক্স, পেন্সিল বক্স, জ্যামিতি বক্স, পেন, চকোলেট সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়।
পেশায় শিক্ষিকা সুচন্দ্রিমা সেনগুপ্ত জানান, “এবার ছেলের জন্মদিনকে একটু অন্যভাবে পালন করব ভেবেছিলাম। সেই ভাবনা থেকেই এই উদ্যোগ।” স্বেচ্ছাসেবী সংগঠনটির কর্তা মানস পাল জানান, “আমাদের সংস্থা শিক্ষায় স্বপ্নপূরণের লক্ষ্যে হাওড়া জেলাজুড়ে কাজ করে।” নতুন বছরে শিক্ষাসামগ্রী পেয়ে খুশি মিতুল, পূর্ণিমার মতো পড়ুয়ারা।