নিজস্ব সংবাদদাতা : সাংবাদিকরা সমাজের সুখ-দুঃখ, দুর্দশা নিজের কলমে তুলে ধরেন, কলমের মধ্য দিয়েই রাখেন সমাজ সচেতনতার বার্তা। তবে এবার কলম নয়, এটিএমে ওঠা অতিরিক্ত টাকা ব্যাঙ্কে ফিরিয়ে সমাজের দ্বারে সততার বার্তা পৌঁছে দিলেন হাওড়া জেলার অন্যতম প্রবীণ ও বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আবু মহম্মদ মহসীন।
সূত্রের খবর, গত কয়েকদিন আগে মহম্মদ মহসীন বাগনান ষ্টেশন রোড সংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম থেকে নিজের চার হাজার টাকা তুলতে গেলে তাঁর প্রয়োজনীয় টাকার থেকে অতিরিক্ত আড়াই হাজার টাকা উঠে যায়। অতিরিক্ত টাকা ফিরিয়ে দিতে বেশ কিছুক্ষণ তিনি এটিএম চত্বরে অপেক্ষা করেন। কিন্তু, প্রহরীর দেখা না মেলায় তিনি অতিরিক্ত আড়াই হাজার টাকা নিয়েই নিজের পেশাগত ব্যস্ততার কারণে চলে যান।
সোমবার তিনি ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ব্র্যাঞ্চ ম্যানেজার বিনয় কুমার পালের সাথে যোগাযোগ করে তাঁর অতিরিক্ত আড়াই হাজার টাকাটি ব্যাঙ্ক কর্তৃপক্ষের হাতে তুলে দেন। জেলার অন্যতম প্রবীণ সাংবাদিকের এহেন সততার নিদর্শনে খুশি গ্রামীণ হাওড়ার অন্যান্য সাংবাদিক থেকে তাঁর পরিবারের সদস্য-সদস্যারা। এমনকি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির কর্মীরাও একবাক্যে কুর্নিশ জানিয়েছেন মহসীন বাবুর এই প্রয়াসকে।