নিজস্ব সংবাদদাতা : আম্ফানের তান্ডবে গাছ উপড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল গ্রামীণ হাওড়ার আমতা-১ ব্লকের সোনামুই গ্রামের কালীমন্দিরের পিছনের ঢালাই রাস্তার বেশ কিছুটা অংশ। স্থানীয়রা অভিযোগ করেছিলেন, আম্ফানের পর দু-মাস কেটে গেলেও রাস্তার অবস্থা একই থেকে গেছে।
উল্লেখ্য, এই রাস্তা দিয়েই প্রতিদিন কয়েক হাজার মানুষের চলাচল। যখন তখন ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। একমাত্র উলুবেড়িয়া সংবাদ গত ২২ শে জুলাই সেই খবর পরিবেশন করে। তারপরই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। দ্রুত সারিয়ে ফেলা হয় ক্ষতিগ্রস্ত রাস্তা। খড়দহ গ্রাম পঞ্চায়েতের প্রধান চৈতালি মেউর জানান, “গতকাল অর্থাৎ রবিবার পঞ্চায়েতের তরফে রাস্তার ক্ষত অংশটি সারিয়ে ফেলা হয়েছে।”