ধান চাষে সমস্যা! আমতায় বোরো জলের দাবিতে পথে নামল কংগ্রেস

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : প্রতিবছর মুন্ডেশ্বরী নদের জলে আমতা-২, উদয়নারায়ণপুর, বাগনান-১ সহ গ্রামীণ হাওড়ার একাধিক ব্লকের বিস্তীর্ণ অঞ্চলে বোরোধান চাষ হয়। কিন্তু এবার পর্যাপ্ত জল না থাকায় বোরো ধান চাষ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন বহু কৃষক।

এই অভিযোগ তুলে পর্যাপ্ত বোরো জলের দাবিতে কৃষকদের নিয়ে পথে নামল আমতা কেন্দ্র কিষান ক্ষেত মজুর কংগ্রেস কমিটি। শুক্রবার আমতা-২ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে গিয়ে ডেপুটেশন দেন সংগঠনটির সদস্যরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি তথা আমতার বিধায়ক অসিত মিত্র, কংগ্রেস নেতা রোমিজুল হক সহ অন্যান্যরা।

ডেপুটেশন দেওয়ার পাশাপাশি অসিত বাবুর নেতৃত্বে বোরো জলের দাবিতে আমতা-২ ব্লকের জয়পুর মোড় অবরোধ করেন প্রায় শ’পাঁচেক কংগ্রেস কর্মী-সমর্থক।

আমতার বিধায়ক অসিত মিত্র বলেন, “আমতা, উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ অঞ্চল কৃষিপ্রধান। মুন্ডেশ্বরী নদের জলে প্রতিবছর এই সময় বোরোধান চাষ হয়। কিন্তু এবার জল মেলেনি। প্রশাসনের উচ্চস্তরে একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়েই কৃষকদের নিয়ে পথে নামতে হল।”

অবিলম্বে কৃষকদের বোরো জল সরবরাহ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এই প্রবীণ কংগ্রেস বিধায়ক।