নিজস্ব সংবাদদাতা : মহালয়া মানেই বাংলা তথা বাঙালির উৎসবের ঢাকে কাঠি। দেবীপক্ষের সূচনায় উলুবেড়িয়ার দুর্গাপুজোর সূচনা ঘটল। রবিবার উলুবেড়িয়া শহরের অন্যতম মহিলা পরিচালিত নোনা অ্যাথলেটিক্স ক্লাবের পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
রবিবার এই উপলক্ষ্যে নোনায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়, হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সুপার স্বাতী ভাঙ্গালিয়া, উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস, বিশিষ্ট সমাজসেবী গৌতম বোস সহ অন্যান্যরা।
উল্লেখ্য, গ্রামীণ হাওড়ার মহিলা পরিচালিত পুজোগুলির মধ্যে অন্যতম উলুবেড়িয়ার নোনা অ্যাথলেটিক্স ক্লাব। এবার তাদের ভাবনা ‘ধূসর ধরণীতে প্রাণের স্পন্দন’। কাপড়, কাগজ, কাঠ সহ বিভিন্ন পরিবেশবান্ধব সামগ্রীতে সেজে উঠছে মন্ডপ। প্রতিমাতেও থাকছে ভাবনার ছোঁয়া। উদ্যোক্তারা জানান, এবার এই পুজোর বাজেট প্রায় আট লাখ টাকা।
পুজো কমিটির সম্পাদক কুহেলী ঘোষ জানান,”বেশ কয়েক বছর ধরে আমরা উলুবেড়িয়ার বুকে থিম পুজো করে চলেছি। প্রতিবছরই অভিনব ভাবনা উপহার দেওয়ার চেষ্টা করি। এবারও আমরা এক অন্য রকম ভাবনার প্রতিফলন ঘটাব।”
এবারও পুজো উপলক্ষ্যে বিভিন্ন সামাজিক কর্মসূচি ও ডেঙ্গু সহ বিভিন্ন সচেতনতামূলক প্রচারেরও উদ্যোগ নিয়েছে এই পুজোর কমিটি। রীতি মেনে অনুষ্ঠিত হবে কুমারী পূজা। উদ্যোক্তাদের আশা, বিগত বছরের মতো এবারও উৎসবের দিনগুলিতে নোনা অ্যাথলেটিক্স ক্লাবের পুজোয় উপচে পড়বে ভিড়। সেই পুজোরই ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।