নিজস্ব সংবাদদাতা : রাজ্যজুড়ে একুশের বিধানসভা ভোটকে পাখির চোখ করে শাসক থেকে বিরোধী সবপক্ষই ইতিমধ্যেই প্রস্তুতিতে নেমে পড়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের আইন-শৃঙখলাকে আরও আঁটোসাটো করতে রাজ্যপুলিশে খুব শীঘ্রই আরও ৩ টি নতুন ব্যাটেলিয়ন যুক্ত হতে চলেছে। বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গেছে, রাজ্য পুলিশের সঙ্গেই এবার যুক্ত হতে চলেছে গোর্খা ব্যাটেলিয়ন, জঙ্গলমহল ব্যাটেলিয়ন ও কোচবিহার নারায়ণী ব্যাটেলিয়ন নামক তিনটি নতুন ব্যাটেলিয়ন। বিশেষজ্ঞদের মতে, ভোটের আগে বাংলার সার্বিক নিরাপত্তা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেই লক্ষ্যেই এহেন পদক্ষেপ।
এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, পাহাড়ের নিরাপত্তার জন্য তৈরি হতে চলেছে গোর্খা ব্যাটেলিয়ন। এছাড়াও জঙ্গলমহলের জন্য একটি ব্যাটেলিয়ন তৈরির ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি, কোচবিহার নারায়ণী ব্যাটেলিয়ন তৈরির কথাও জানান তিনি। তবে ঠিক কবে এই ব্যাটেলিয়ন তৈরি হবে তা এখনো সবিস্তারে জানা যায়নি।