নিজস্ব সংবাদদাতা : কোভিড-১৯ এর বিরুদ্ধে দিনরাত এক করে লড়াই চালিয়ে যাচ্ছেন উলুবেড়িয়ার ফুলেশ্বর হাসপাতালের চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা।
ইতিমধ্যেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে বিশেষ সুনাম মিলেছে এই হাসপাতালে। এখান থেকে প্রায় দু’শোরও বেশি করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
উল্লেখ্য, কিছুদিন আগেই কেন্দ্রীয় প্রতিনিধিদল সঞ্জীবন হাসপাতাল ঘুরে দেখে হাসপাতালের ব্যবস্থা সম্পর্কে খুশি হয়েছিলেন।
তারপর আজ আবারও কেন্দ্রীয় প্রতিনিধিদল পরিদর্শনে এল গ্রামীণ হাওড়ার সঞ্জীবন হাসপাতালে। জানা গেছে, আজ দুপুর নাগাদ দলটি হাওড়ার এই কোভিড হাসপাতালে আসেন।
তাঁদের স্বাগত জানান হাসপাতালের অধিকর্তা বিশিষ্ট চিকিৎসক শুভাশিস মিত্র। প্রতিনিধি দলের সাথে ছিলেন ন্যাশানাল হেলথ মিশনের ডিরেক্টর সৌমিত্র মোহন, হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য।
দলটি হাসপাতালে ভর্তি করোনা আক্রান্তদের চিকিৎসা ও সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে খোঁজখবর নেয় বলে জানা গেছে। তবে সংবাদমাধ্যমের সামনে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা মুখ খুলতে চাননি।