বিশেষ প্রতিবেদক : হাতেগোনা মাত্র আর কয়েকটা দিন। তারপরই শুরু হয়ে যাবে নির্বাচন। এবার বঙ্গ রাজনীতিতে তৃণমূল ও বিজেপির মধ্যে জোর টক্কর চলছে। ভোটের অঙ্ক ঠিক রাখতে কেউ কাউকে বিন্দুমাত্র জায়গা ছাড়তে রাজি নয়। এবার ভোটে এ রাজ্যে ভোট ফ্যাক্টর হতে পারে রেলের মাল গুদাম শ্রমিকরা। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। রাজনৈতিক মহলের মতে, এ রাজ্যের রেলের বিভিন্ন শাখায় মাল গুদাম শ্রমিকদের সংখ্যা প্রায় লক্ষাধিক।
এক-একজন শ্রমিকের পরিবারে গড়ে চারজন করে ভোটার ধরলে চার লক্ষাধিক ভোটার রয়েছে। যা বেশ কয়েকটি বিধানসভার ফলে প্রভাব ফেলতে পারে। হাওড়া স্টেশন, সাঁতরাগাছি স্টেশন সহ বেশ কয়েকটি স্টেশনে কয়েক হাজার মানুষ এই কাজ করেন। তাদের অধিকাংশই স্টেশন সংলগ্ন এলাকায় বসবাস করেন। ভোটের আগে এই শ্রমিকদের কাছে টানতে এবার উদ্যোগী হল গেরুয়া শিবির।
জানা গেছে, ভারতীয় রেলের বিভিন্ন মাল গুদামে কর্মরত শ্রমিকদের শীঘ্রই সরকারী রেজিস্ট্রেশন হতে চলেছে। ভারতীয় রেল মাল গুদাম শ্রমিক সংঘের পূর্ব রেলের কার্যকরী সভাপতি অভিষেক ভার্মা জানান, গত ১লা মার্চ উত্তর প্রদেশের সাংসদ জগদম্বিকা পালের নেতৃত্বে একটি বৈঠক হয়। ওই বৈঠকে কেন্দ্রীয় শ্রম ও রোজগার মন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার এবং ভারতীয় রেলওয়ে মাল গুদাম শ্রমিক সংঘের ন্যাশনাল ইনচার্জ মনোরঞ্জন কুমার উপস্থিত ছিলেন।
ওই বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী আশ্বাস দেন যে সংসদে পাশ হওয়া লেবার কোড বিল অনুযায়ী এই মাসের মধ্যেই সমস্ত রেল মাল গুদাম শ্রমিকদেরকে সরকারি নিবন্ধন করা হবে এবং ন্যায্য সব সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে। তিনি আরও জানান, কিছু দিনের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে আরও একটি ত্রি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। যে বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, শ্রম ও রোজগার মন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার, রেলমন্ত্রী পীযুষ গোয়েল এবং সংগঠনের ন্যাশনাল ইনচার্জ শ্রী মনোরঞ্জন কুমার উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
সেই বৈঠকে রেলের মাল গুদাম শ্রমিকদের রেজিস্ট্রেশন ও সরকারী সুবিধা পাওয়ার রূপরেখা তৈরি হবে। ওই পুরো নিবন্ধন প্রক্রিয়া ভারতীয় মাল গুদাম শ্রমিক সংঘের প্রতিনিধি কার্যবাহক প্রেসিডেন্ট অভিষেক কুমার ভার্মা, কার্যবাহী সম্পাদক অরিন্দম তালুকদার, অংশুমান ব্যানার্জী ও পরিমল কান্তি মন্ডলের মতো নেতৃত্বে হবে বলে জানা গেছে। এদিকে এই খবরে হাওড়া স্টেশনে কর্মরত শ্রমিকদের মধ্যে আনন্দের ছবি ধরা পড়েছে।