নিজস্ব সংবাদদাতা : স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের ভ্যাক্সিন দেওয়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল উলুবেড়িয়ার ১১ ফটক স্বাস্থ্যকেন্দ্রে। সূত্রের খবর, মঙ্গলবার প্রতি স্বনির্ভর গোষ্ঠীর দু’জন করে সদস্যাকে ভ্যাক্সিন দেওয়ার কথা ছিল। সেই মোতাবেক সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারা।
অভিযোগ, বেলা গড়াতেই তাঁদের ছাড়াও বাইরের লোকেদের ভ্যাক্সিন দেওয়া হয়।ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলেও বহু মহিলা ভ্যাক্সিন পাননি। বিকাল সাড়ে তিনটে নাগাদ ভ্যাক্সিন শেষ হয়ে গেছে জানানো হলে ক্ষোভে ফেটে পড়েন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা মহিলারা। স্বাস্থ্যকেন্দ্রের দরজা বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় বিশাল পুলিশ বাহিনী।