নিজস্ব সংবাদদাতা : পুজোর পর থেকেই বাংলাজুড়ে হাল্কা শীতের আমেজ শুরু হয়ে গেছে। বাঙালি মুখিয়ে আছে শীতের অপেক্ষায়। আবহাওয়া অফিস সূত্রে খবর, ক্রমশ ঘূর্ণাবর্তের প্রভাব কাটছে। মেঘের আস্তরণ সরেছে।
আর তার সাথে সাথেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলার পারদ ধীরে ধীরে নামতে শুরু করেছে। এবার শুধু রাতে নয়, দিনেও শীতের আমেজ পাওয়ার অপেক্ষা। সবমিলিয়ে দিন ও রাতের তাপমাত্রা একসঙ্গে নামতে শুরু করলেই শীতের পথ যে আরও প্রশস্ত তা অনায়াসে বলাই যায়।