নিজস্ব সংবাদদাতা : দুর্গাপূজোয় ঢাকে কাঠি পড়া শুধু সময়ের অপেক্ষা। আবার আনন্দে মেতে উঠবে ছোট থেকে বড়ো সবাই।উলুবেড়িয়ার বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে পূজার প্রস্তুতি, ব্যস্ত প্রতিমা শিল্পী ও পূজা কমিটির উদ্যোক্তারা। প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা।একই সাথে দূর্গোৎসবকে পরিপূর্ণভাবে সাজাতে দিনরাত ব্যাপি মণ্ডপগুলোতে চলছে সাজসজ্জার কাজ।দেখে নেওয়া যাক সেইরকমই কিছু প্রস্তুতির মুহূর্ত।
ফুলেশ্বর ঐক্য সম্মিলনী ক্লাবের এবারের ভাবনা “মৌমাছির দেশে”
হাট বাউরিয়া দুর্গাপূজা কমিটির এবারের ভাবনা “পদ্মাবত“
দক্ষিণ জগদীশপুর সার্বজনীন দুর্গোউৎসব কমিটির এবারের ভাবনা “ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়”
রামেরশ্বরনগর যুব গোষ্ঠী দুর্গাপূজা কমিটির এবারের ভাবনা “বর্তমান যুগে শান্তির বাতাবরণ”
পল্লীশ্রী সমাজ সেবাদল কমিটির এবারের ভাবনা “নারকেল ছোবড়ার প্রতিমা”
প্রগতি পূজা কমিটির এবারের ভাবনা “সাবেকিয়ানা”
দক্ষিণ গঙ্গারামপুর সার্বজনীন দুর্গোউৎসব কমিটির এবারের ভাবনা “সাবেকিয়ানা”
বিভিন্ন মণ্ডপে গিয়ে আয়োজকদের সাথে কথা বলে জানা যায়, বিগত বছরের তুলনায় এ বছর প্রতিমা তৈরীতে দ্বিগুন ব্যয় বৃদ্ধি পেয়েছে । এছাড়া আলোকসজ্জা ও প্যান্ডেল তৈরীতে বিপুল পরিমান টাকা ব্যয় হবে বলে জানান। অপরদিকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পূজা উদযাপনের জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে জানা যাচ্ছে।