বিবাহ বর্হিভূত সর্ম্পকের জের! জয়পুরে আত্মঘাতী যুগল

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : বিবাহ বর্হিভূত সর্ম্পকের জেরে একই দড়িতে গলায় ফাঁস দিয়ে যুগলের আত্মঘাতী হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার জয়পুর থানা এলাকায়। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে জয়পুর থানার চকশালিকা গ্রামের পূর্ব পাড়া এলাকায়। মৃতদের নাম, মনোজ মন্ডল (৩২) ও রীতু মন্ডল (২৪)। জয়পুর থানার পুলিস মৃতদেহ দুটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বলে জানা গেছে।

সূত্রের খবর, আমতা-২ ব্লকের দূর্গাপুরের বাসিন্দা রীতুর সঙ্গে পাশের গ্রাম দক্ষিন কাঁকড়োল গ্রামের বাসিন্দা মনোজ মন্ডলের দীর্ঘদিনের প্রেমের সর্ম্পক। যদিও ৮ বছর আগে জয়পুরের শাওড়িয়া গ্রামের এক যুবকের সঙ্গে রীতুর বিয়ে হয়। স্থানীয় সূত্রে খবর, বিয়ের পরেও রীতু গোপনে মনোজের সঙ্গে সর্ম্পক চালিয়ে যেতে থাকে। এমনকি রীতুর দুটি কন্যাসন্তান হয়ে গেলেও মনোজের সঙ্গে তার সর্ম্পকে কোনো ছেদ পড়েনি বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দান্দের আভিযোগ, সম্প্রতি মনোজ ও রীতুর সর্ম্পক তার শ্বশুরবাড়ির লোকজন জানতে পারলে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চরমে ওঠে। সূত্রের খবর, মঙ্গলবার স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হলে রীতু দূর্গাপুরে নিজের বাবার বাড়ি চলে আসে। পরে সে আর মনোজ একটি মন্দিরে গিয়ে বিয়ে করে। এদিকে রীতুকে বিয়ে করার পর রাতে মনোজ রীতুকে নিয়ে নিজের বাড়িতে গেলে মনোজের পরিবার তাদের এই সর্ম্পক মেনে নেয়নি বলে অভিযোগ।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এরপরই দুজনে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে চকশালিকা গ্রামের পূর্ব পাড়ায় একটি ফাঁকা মাঠে গাছে দড়ি টাঙিয়ে একই দড়িতে দু’জনে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। পরে বুধবার সকালে স্থানীয় বাসিন্দাদের বিষয়টি নজরে এলে তারা পুলিসে খবর দিলে জয়পুর থানার পুলিস মৃতদেহ দুটি উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ময়না তদন্তে পাঠায়। পুলিসের প্রাথমিক অনুমান, যুগলের এই সর্ম্পক দুটি পরিবার থেকে মেনে না নেওয়ায় এই ঘটনা।