নিজস্ব সংবাদদাতা : পরিবেশে প্লাস্টিকের ক্ষতিকারক দিক যে কতটা তা নিয়ে আর নতুন করে আলোচনার প্রয়োজন রাখেনা। প্লাস্টিক মুক্ত সবুজ পরিবেশ গড়ার লক্ষ্যে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নিয়েছে সরকার। ১ লা জুলাই থেকে ৭৫ মাইক্রনের কম ঘনত্বের এবং একবারই ব্যবহার করা যায় এমন প্লাস্টিক বা তা দিয়ে তৈরি সামগ্রী এ দেশে নিষিদ্ধ হতে চলেছে। পাশাপাশি থার্মোকল ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্লাস্টিকের পরিবর্তে পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহারের আর্জি নিয়ে বৃহস্পতিবার উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে উলুবেড়িয়া শহরে একটি পদযাত্রা অনুষ্ঠিত হল। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
এদিনের পদযাত্রা থেকে প্লাস্টিক বিরোধী বিভিন্ন বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি উলুবেড়িয়া শহরের বিভিন্ন দোকানে কাপড়ের ব্যাগ ও লিফলেটও বিলি করা হয়। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। এদিন তারা পথচলতি মানুষ ও ক্রেতা-বিক্রেতাদের প্লাস্টিক ব্যবহার না করার আর্জি জানান। পুরসভা সূত্রে জানা গেছে, যেসকল ব্যবসায়ী নিয়ম ভেঙে ৭৫ মাইক্রনের নীচে পলিথিন ও থার্মোকল ব্যবহার করবেন তাদের ৫০ থেকে ৫০০ টাকা জরিমানা করা হবে।