নিজস্ব সংবাদদাতা : করোনার মোকাবিলায় উলুবেড়িয়া মহকুমা শাসকের দপ্তরে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে খোলা হয়েছে ওয়ার রুম। যুদ্ধকালীন তৎপরতায় চারটি শিফ্টে ২৪ ঘন্টা কাজ করে চলেছেন করোনা যোদ্ধারা।
সেখানে রয়েছেন রাজ্য পুলিশের ৪ জন ইন্সপেক্টর পদ মর্যাদার অফিসার ও চারজন সিভিক ভলেন্টিয়ার। পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিন হাওড়া গ্রামীণ এলাকা থেকে আসা তথ্য সংগ্রহের পাশাপাশি চলছে উপস্বর্গ থাকা মানুষদের কোয়ারেন্টাইনে পাঠাবার কাজ বা রিপোর্ট পজিটিভ হলে হাসপাতালে পাঠানোর কাজ।
রয়েছে দুটি হেল্পলাইন নং 033 26610336 এবং 8335050884। এই নম্বরে ফোন এলেই তৎপরতার সাথে চলছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কাজ। পাশাপাশি, করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হলে পলিথিনে প্যাকিং করে তা হাওড়ার শিবপুর বার্নিং ঘাটে পাঠানোর ব্যবস্থাও করা হচ্ছে এই ওয়ার রুম থেকে।