নিজস্ব সংবাদদাতা : আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য। সরাসরি পুলিশের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে আনিসের পরিবার। দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সরব হয়েছে বাংলার ছাত্র-যুব সমাজ, বিশিষ্টজন থেকে একাধিক রাজনৈতিক দল। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তের জন্য সিট গঠন করা হয়েছে। তদন্তে নেমে সিট আমতা থানার এক হোমগার্ড ও এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
বৃহস্পতিবার রাতে আনিসের বাড়িতে এল সিটের তদন্তকারী দল। জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ সারদা দক্ষিণ খাঁ পাড়ায় আনিসের বাড়িতে আসেন সিটের তদন্তকারী আধিকারিকরা। প্রায় ঘন্টা তিনেক ধরে চলে বয়ান রেকর্ডের কাজ। আনিসের বাবা, দাদা, সহ পরিবারের সদস্য-সদস্যাদের বয়ান রেকর্ড করা হয়। আনিসের পরিবার সূত্রে জানা গেছে, মোট সাতজনের এদিন বয়ান রেকর্ড করেন সিটের তদন্তকারী আধিকারিকরা। যদিও এদিনও তাঁরা সিবিআই তদন্তের দাবিতে অনড় ছিলেন।