করোনা আবহে রক্তের চাহিদা পূরণে বিশেষ রক্তদান শিবির উদয়নারায়ণপুরে

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : করোনা আবহে দেশের বিভিন্ন ব্ল্যাডব্যাঙ্কে রক্তের সংকট দেখা দিয়েছে। মোটা টাকার বিনিময়েও মিলছে না একফোঁটা রক্ত। যার জেরে মহাসমস্যার সম্মুখী থ্যালাসেমিয়া ও মুমূর্ষু রোগীদের পরিবার।

এমনকি গত কয়েকদিন আগেই কয়েকবিন্দু রক্তের অভাবে উলুবেড়িয়ায় প্রাণ হারাতে হয়েছিল এক থ্যালাসেমিয়া রোগীকে। সংবাদপত্রে সে-ই ছবি দেখে আঁতকে উঠেছিলেন বহু মানুষ। এবার লকডাউনের মাঝেই রক্তের সংকট পূরণে এগিয়ে এলো গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুর ব্লকের সিদ্ধেশ্বরী যুব সংঘ।

সূত্রের খবর, সিদ্ধেশ্বরীর এই ক্লাব সংগঠনটির পক্ষ থেকে শিবানীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি লজে আজ বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্ত সংগ্রহে ছিলেন নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা। জানা গেছে, এই দুঃসময়ে দাঁড়িয়েও ২৩ জন মানুষ রক্তদান করেন।

অন্যতম উদ্যোক্তা পার্থ প্রতিম পাড়ুই জানান, “আমরা বছরের বিভিন্ন সময় রক্তদান সম্পর্কিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করি। আজকের এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে করোনার বিরুদ্ধে লড়াই করতেই নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখেই আমাদের এই প্রয়াস।”