নিজস্ব সংবাদদাতা : ১০০ শতাংশ নাম্বার পেয়ে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হলেন হাওড়া জেলার ভূমিপুত্র আফতাব। জানা গেছে, শোয়েবের আদি বাড়ি গ্রামীণ হাওড়ার ধুলাগড় অঞ্চলে। যদিও বাবার কর্মসূত্রে শোয়েবের বেড়ে ওঠা ও পড়াশোনা পাশ্ববর্তী রাজ্য ওডিশার রাউরকেল্লায়।
জানা গেছে, ৭২০ এর মধ্যে ৭২০ ই পেয়েছেন এই মেধাবী পড়ুয়া। কয়েকদিন আগেই নিজেদের ওয়েবাসাইটে উত্তর আপলোড করেছিল সংশ্লিষ্ট পরীক্ষার নিয়ামক সংস্থা এনটিএ। তা দেখেই শোয়েব একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিলেন তাঁর এই ফলাফল সম্পর্কে। ছোটো থেকেই মেধাবী শোয়েব।
নিজেকে নিটের জন্য প্রস্তুত করতে রাজস্থানের একটি স্বনামধন্য কোচিং সেন্টারে প্রশিক্ষণ নেন। দীর্ঘ অধ্যাবসায় আর লক্ষ্যে অবিচল থাকার মানসিকতার উপর ভরসা রেখেই নিটে বাজিমাত করল এই ভাবী চিকিৎসক।