নিজস্ব সংবাদদাতা : লকডাউনের জেরে গ্রামের বহু মানুষ ইতিমধ্যেই কার্যত কর্মহীন হয়েছেন। কোনোরকমে দু’বেলা দুমুঠো অন্ন সংস্থান হচ্ছে। আবার কারুর বাড়িতে সেটাও বা হচ্ছে না।
গ্রামের সেই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো গ্রামীণ হাওড়ার বাগনান – ১ ব্লকের মুকুন্দদিঘী গ্রামের বেশ কয়েকজন উদ্যোমী যুবক।
তাঁরা নিজেরা চাঁদা তুলে গ্রামের প্রায় ১২০০ মানুষকে প্রত্যহ রান্না করা খাবার তুলে দিচ্ছেন। কোনোদিন মেনুতে থাকছে ভাত,ডাল,তরকারি কোনোদিন বা খিচুড়ি। সকাল হলেই শুরু হচ্ছে রান্না।
দুপুর হলেই ট্রলিতে করে যুবকরা গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে পৌঁছে দিচ্ছেন রান্না করা খাবার। এই কর্মসূচির অন্যতম উদ্যোক্তা শিক্ষক বিমল বোধক জানান, “সাতদিন ধরে আমাদের এই প্রয়াস চলবে।”