নিজস্ব সংবাদদাতা : গ্রামীণ হাওড়ার অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল শ্যামপুর। একদিকে অনুকূল ভৌগলিক অবস্থান, অন্যদিকে শ্যামপুরে গড়ে ওঠা বিভিন্ন শিল্পের জেরে নদী সংলগ্ন এই অঞ্চলের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সরকারি নির্দেশ মোতাবেক শ্যামপুর-১ ও ২ ব্লকের মোট তিনটি কন্টেনমেন্ট জোনে কড়াকড়ি লকডাউন শুরু হয়েছে। এর পাশাপাশি, সংক্রমণ ও ভিড় এড়াতে একাধিক পদক্ষেপ নিল শ্যামপুর বাজার কর্তৃপক্ষ।
জানা গেছে, শ্যামপুর বাজারে প্রায় শ’পাঁচেক স্থায়ী দোকান রয়েছে। বাজার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে শ্যামপুর বাজার সকাল ৭ টা থেকে বেলা ২ টো পর্যন্ত খোলা থাকবে। শ্যামপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক উত্তম রায়চৌধুরী জানান, “স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়ে বাজারে আসা বাধ্যতামূলক। বাজারে নির্দিষ্ট দূরত্ব মেনে চলতে হবে।চা ও মুড়ির দোকানে কাগজ বা ভাঁড় অথবা ডিসপোজাল থালা ব্যবহার করতে হবে। সমস্ত ডাক্তারের চেম্বারকে নিয়মিত স্যানিটাইজেশন করতে হবে।” উত্তম বাবু জানান, “পরবর্তী নির্দেশ না আসা অব্ধি এই সমস্ত নিয়ম মেনে চলা আবশ্যক। দেশকে করোনা মুক্ত করতে সকলকে এগিয়ে আসতে হবে।নিশ্চিতভাবে আমরা এই লড়াইয়ে জয়ী হবো।”