নিজস্ব সংবাদদাতা : বাছরী ফুটবল মাঠে পুরোদমে চলছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার প্রস্তুতি। প্রাচীন ঐতিহ্য ও সর্বধর্ম সমন্বয় এবারের মূল উদ্দেশ্য শ্যামপুরের বাছরী ফুটবল মাঠ দুর্গা পুজো কমিটির। ৯টি গ্রাম মিলে প্রায় ৭০০ জন সদস্য একসাথে আনুমানিক ২০ লক্ষ টাকা বাজেট নিয়ে হাওড়া জেলার নতুন রেকর্ড তেরী করতে মরিয়া এই পূজা কমিটি। এই বছর ১০০০ কেজি পিতলের প্রতিমা ও দিল্লির বিখ্যাত সুবিশাল বিড়লা লক্ষী মন্দিরের আদলে মণ্ডপকে সামনে রেখেই এগিয়ে চলেছে বাছরী ফুটবল মাঠ দুর্গা পুজো কমিটি।
দর্শনার্থীদের ভীড়ের চাপ কমাতে তৈরী করা হয়েছে ৯০ ফুট লম্বা ওভার ব্রিজ।এছাড়া কমিটির পক্ষ থেকে ১১টি প্রাথমিক বিদ্যালয়, ১ টি হাইস্কুল ও ১ ইংলিশ মিডিয়াম স্কুল এবং শ্যামপুর থানার মাধ্যমিক পরীক্ষায় সেরা ৫ জন কে পুরস্কৃত করছে চলেছে বাছরী ফুটবল মাঠ দুর্গা পুজো কমিটি।সঙ্গে রয়েছে বস্ত্র বিতরণ, অঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভোগ বিতরন সহ বিভিন্ন কার্যক্রম। কমিটির এক সদস্য বলেন জানান,“প্রতি বছরের মতো এই বছরেও ঠিক একই ভাবে আমরা দেবীর আরাধনা করবো। এই বছর আমরা একটা নতুন চমক নিয়ে আসছি।আমাদের পূজা মণ্ডপে থাকছে পরিবেশ সংক্রান্ত এক বিশেষ আর্কষন যেটা বড়োদের যেমন মন কাড়বে তেমনি মন কাড়বে শিশুদেরও।”