নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়ার গ্রামে বিজেপির একটি রক্তদান শিবির কর্মসূচিতে এসে গামছা কিনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম সপ্তাহ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়েছে হাওড়া গ্রামীণ জেলা বিজেপি নেতৃত্ব। শনিবার সেই কর্মসূচিতেই উলুবেড়িয়া-২ ব্লকের জোয়ারগড়ি এলাকায় বিজেপির পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিস্তারিত জানতে নীচে আরও পড়ুন…
এই অনুষ্ঠানে এসে একটি দোকান বেশ কয়েকটি তাঁতের গামছা কেনেন শুভেন্দু অধিকারী। গামছা কিনতে কিনতে নন্দীগ্রামের বিধায়ক বলেন, গান্ধীজী বরাবর খাদিকে গুরুত্ব দিয়েছিলেন। কেন্দ্রীয় সরকার খাদিশিল্পকে বিভিন্ন ভাবে তুলে ধরছে। তাই গান্ধীজীর জন্মদিনে তাই তাঁতের গামছা কিলাম।”
এদিনের অনুষ্ঠানে এসে তিনি বলেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ৩৮.১৩ শতাংশ ভোট পেয়েছে। তাদের আর মাত্র ৫ শতাংশ ভোট বাড়াতে হবে। তিনি কর্মীদের মনোবল বাড়াতে বলেন, ভয় না পেয়ে কাজ করে গেলে আগামী দিনে তাদের ক্ষমতায় আসতে কেউ আটকাতে পারবেনা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা অনুপম মল্লিক, হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি প্রত্যুষ মন্ডল, বিজেপি নেতা চিরন বেরা সহ অন্যান্যরা।