নিজস্ব সংবাদদাতা : করোনার জেরে গত ১৮ ই মার্চ বন্ধ করে দেওয়া হয়েছিল হাওড়ার শিবপুর বোটানিক্যাল গার্ডেন। করোনার মাঝেই থাবা বসায় বিধ্বংসী ঘূর্ণিঝড় আম্ফান। আম্ফানের তান্ডবে লন্ডভন্ড হয়ে যায় এই ঐতিহ্যবাহী উদ্ভিদ উদ্যান। সেই ক্ষত সারিয়ে আবারও ছন্দে ফিরতে চলেছে বোটানিক্যাল গার্ডেন। খুব শীঘ্রই পর্যটকদের কাছে খুলে দেওয়া হবে গার্ডেনের দ্বার।
গার্ডেন সূত্রে খবর, সব ঠিকঠাক থাকলে আগামী ১ লা ডিসেম্বর থেকেই খুলে দেওয়া হবে বিশ্ববিখ্যাত ‘দ্য গ্রেট বেনিয়ান ট্রি’র এর প্রবেশদ্বার। উল্লেখ্য, প্রতিদিন কয়েক হাজার মানুষ বোটানিক্যাল গার্ডেনে প্রাতঃভ্রমণে আসেন। এর পাশাপাশি, দেশ বিদেশের বহু পর্যটক প্রতিদিন এখানে আসেন। করোনার কথা মাথায় রেখে ১৮ ই মার্চ বন্ধ করে দেওয়া হয়েছিল গেট।
যদিও, বাগানের ভিতরের কাজ চলছিল। তবে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধই ছিল। তারই মাঝে সুপার সাইক্লোন আম্ফানের দানবীয় তান্ডবে তছনছ হয়ে যায় গার্ডেন চত্বর। সুবিশাল ঐতিহ্যবাহী বটবৃক্ষের পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বাগানের বহু বিরল প্রজাতির গাছ। সেই সমস্ত ক্ষত সারিয়ে শীতের আগেক আবারও ছন্দে ফিরতে চলেছে বোটানিক্যাল গার্ডেন।