নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে কোভিডের প্রকোপ। হাসপাতাল সুপার সহ হাসপাতালের একাধিক স্বাস্থ্যকর্মী ও টেকনিক্যাল স্টাফ কোভিডে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। সূত্রের খবর, উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের সুপার সুদীপ রঞ্জন কাঁড়ার সহ হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক, টেকনিশিয়ান, অফিশিয়াল স্টাফ এই মুহুর্তে কোভিডে আক্রান্ত হয়েছেন। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
উলুবেড়িয়া পৌরসভার পুরপ্রশাসক অভয় দাস জানান,”উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের সুপার কোভিডে আক্রান্ত হয়েছেন। উনি সঞ্জীবন হাসপাতালে ভর্তি আছেন। তবে উনি ভালো আছেন।” চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হওয়ায় ক্রমশ উদ্বেগ বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের।