নিজস্ব সংবাদদাতা: পুজোর পরই প্রশাসনিক ক্ষেত্রে বড়সড় রদবদল। একসাথে রাজ্যের ১৮৭ টি ব্লকের বিডিওকে বদলি করল নবান্ন।বৃহস্পতিবার নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের ১৮৭ টি ব্লকের বিডিও বদলি করা হয়েছে। তার মধ্যে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া-১, উলুবেড়িয়া-২, বাগনান-১, বাগনান-২, আমতা-১, আমতা-২ ও শ্যামপুর-২ ব্লকের বিডিওকেও অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
উলুবেড়িয়া-১ ব্লকে কার্ত্তিকচন্দ্র রায়ের জায়গায় আসছেন নীলাদ্রি শেখর দে, উলুবেড়িয়া-২ ব্লকে নিশীথ মাহাতর জায়গায় আসছেন অতনু দাস, আমতা-১ ব্লকে লোকনাথ সরকারের জায়গায় বিডিও হিসাবে আসছেন সুজয় ধর, আমতা-২ ব্লকে মাসুদুর রহমান।এর পাশাপাশি, বাগনান-১ ব্লকে অভিষেক দাস, বাগনান-২ ব্লকে অভিজিৎ পান্ডে ও শ্যামপুর-২ ব্লকে ফারহাজ খানান বিডিও হিসাবে আসছেন বলে জানা গেছে। গ্রামীণের পাশাপাশি, সাঁকরাইল, ডোমজুড়ের বিডিওকেও বদলি করা হয়েছে বলে জানা গেছে। তবে কবে এই বদলি কার্যকর হবে তা এখনো জানা যায়নি।