চলে গেলেন হাওড়া জেলার বিশিষ্ট সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উদয়নারায়ণপুরের সেখ সোফিয়ার রহমান

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : চলে গেলেন হাওড়া জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ও সাহিত্য ব্যক্তিত্ব সেখ সোফিয়ার রহমান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১। জানা গেছে, শনিবার ভোর ৩ টে নাগাদ কোলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোফিয়ার বাবু। উদয়নারায়ণপুরের সোনাতলা গ্রামের বাসিন্দা সোফিয়ার বাবু দীর্ঘদিন বিধিচন্দ্রপুর মুসলিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি প্রধান শিক্ষক হিসাবেও কাজ করেছেন।

এর পাশাপাশি, চালিয়ে গিয়েছেন সাহিত্যচর্চা। আঞ্চলিক ইতিহাস ও লোকসংস্কৃতির উপরেও বহু গবেষণামূলক কাজ করেছেন। বিভিন্ন বইও লিখেছেন। সাংবাদিক ও চিত্রশিল্পী হিসাবেও সুনাম অর্জন করেছিলেন সকলের প্রিয় ‘মাস্টারমশাই’। সোফিয়ার বাবুর পরিবার সূত্রে খবর, গত ১০ ই নভেম্বর থেকে তিনি কোলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। শেষ মুহুর্তে করোনা পজিটিভ হওয়ায় গ্রামে তাঁর মৃতদেহ আনা সম্ভব হচ্ছেনা। কোলকাতাতেই করোনা বিধি মেনে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে। তাঁর মৃত্যুতে জেলার সাহিত্য ও সংস্কৃতি জগতে শোকের ছায়া।