নিজস্ব সংবাদদাতা : প্রবেশদ্বারে এন.সি.সি র ক্যাডেটরা সাদরে অভিবাদন জানাচ্ছেন। সাদা পাঞ্জাবিতে পড়ুয়ারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্বাগত জানাচ্ছে আগত মানুষকে।সকাল থেকেই সাজো সাজো রব।
আর হবেই না বা কেন, বিদ্যালয়ের জন্মদিন বলে কথা। আর সেই উদ্দীপনাকে সাথে নিয়েই আমতা-১ ব্লকের সোনামুই ফতে সিং নাহার উচ্চ বিদ্যালয়ে পালিত হল বিদ্যালয়ের ৯২ তম প্রতিষ্ঠা দিবস।
সারাদিনব্যাপী এই সাংস্কৃতিক অনুষ্ঠানে মুক্তমঞ্চে নৃত্য, সঙ্গীত, কবিতার পাশাপাশি ছাত্রছাত্রীরা ছৌ-নৃত্য প্রদর্শন করে।
উপস্থিত ছিলেন এস.এস.সি এর প্রাক্তন চেয়ারম্যান দীপক মজুমদার, এ.ডি.আই বনমালী জানা, আমতা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি ধনঞ্জয় বাকুলী, বিশিষ্ট শিক্ষাব্রতী দেবকুমার কোলে,সর্বশিক্ষা অভিযানের জেলা কো-অর্ডিনেটর অমল মাইতি, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রঞ্জিত কুমার মাইতি সহ অন্যান্যরা।
মুক্তমঞ্চ থেকে উন্মোচন ঘটে বিদ্যালয়ের পত্রিকা ‘জগৎ’-এর। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াময় ভট্টাচার্য জানান, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিজ্ঞান মডেল ও হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়।
ছিল বৃক্ষরোপণ অনুষ্ঠান। অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।