উলুবেড়িয়ায় সঙ্ঘ প্রভাবিত বিদ্যালয় কক্ষের দ্বারোদঘাটন উপলক্ষে আয়োজিত হল সরস্বতী যজ্ঞ, প্রদান করা হল শীতবস্ত্র

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : প্রায় সাড়ে তিন দশক আগের কথা। সমাজে প্রকৃত মানুষ গড়ার লক্ষ্য নিয়ে উলুবেড়িয়ার তাঁতিবেড়িয়ায় পথচলা শুরু করেছিল সারদা শিশু বিদ্যামন্দির। স্থানীয় একটি বাড়িতে ১২ জন পড়ুয়াকে নিয়ে শুরু হওয়া এই শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় চোদ্দোশো। যত সময় গড়িয়েছে সারদা শিশু মন্দিরের আকার ততই বৃদ্ধি পেয়েছে। ছাত্রসংখ্যার নিরিখে ক্লাসরুমের অভাব থাকায় শনিবার সারদা শিশু মন্দিরের নবনির্মিত তৃতীয় তলের দ্বারোদঘাটন হল।

স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, তৃতীয় তলে মোট ছটি শ্রেণীকক্ষ রয়েছে। বিদ্যালয়েরই শুভাকাঙ্ক্ষী পরশুরাম পুড়িয়া পরিবার প্রায় ৬০ লক্ষ টাকা নবনির্মিত ভবনটি নির্মাণ করে দিয়েছে। নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষ্যে শনিবার বিদ্যালয় চত্বরে সরস্বতী যজ্ঞের আয়োজন করা হয়। ৫০ জন অসহায় মানুষকে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

আরএসএস প্রভাবিত বিদ্যাভারতী দ্বারা পরিচালিত এই বিদ্যালয়ের সম্পাদক তাপস ভট্টাচার্য জানান, “রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের স্বয়ং সেবকরা যখন প্রতিষ্ঠিত হয়ে অর্থ উপার্জন করেন তখন তাঁরা জনসেবার কাজে অর্থ ব্যয় করেন। তেমনই আমাদের তৃতীয় তলের ছটি ঘর পরশুরাম পুরিয়া পরিবার প্রায় ষাটলক্ষ টাকা ব্যয়ে তৈরি করে দিয়েছেন।”

তিনি আরও বলেন, “আমাদের এখানে তিন বছরের শিশু থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত পড়ুয়ারা পড়াশোনা করেন। মাধ্যমিকের এফিলিয়েশন না থাকায় পাশ্ববর্তী মাধ্যমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। বর্তমানে সাড়ে চোদ্দোশো পড়ুয়া। আগামী বছরেই সংখ্যাটা পনেরোশোয় ঠেকবে। তাই ঘরগুলি খুব প্রয়োজন ছিল।”