নিজস্ব সংবাদদাতা : গ্রামীণ হাওড়ার আমতা-বাগনান রোডের বাগনান থানার মাঝেরপোলের কাছে রাস্তার পাশে নেমে গেল বালিভর্তি ডাম্পার।
সূত্রের খবর, আজ দুপুর ১২ টা নাগাদ একটি বালিবোঝাই ডাম্পার বাগনানের দিক থেকে আমতার দিকে আসছিল। সেই সময় মাঝেরপোলের কাছে রাস্তারপ্রায় অর্ধেক অংশ জুড়ে একটি লরি দাঁড়িয়ে স্টোনচিপ নামাচ্ছিল বলে অভিযোগ। ডাম্পারটি লরিরটির সাইড আসার সময়ই এই বিপত্তি ঘটে বলে জানা গেছে। এর জেরেই প্রায় ঘন্টাখানেক অবরুদ্ধ হয়ে যায় যান চলাচল।
অভিযোগ, আমতা-বাগনান রোডের বিভিন্ন জায়গায় বেআইনিভাবে রাস্তার দু’পাশে প্রায়শই ইট, বালি, স্টোনচিপের মতো বিভিন্ন ইমারতি দ্রব্য ফেলে রাখা হয়। এর জেরে মাঝেমধ্যেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় পথচলতি মানুষ থেকে গাড়ির চালকদের।