নিজস্ব সংবাদদাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পথনিরাপত্তার স্বার্থে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’-এর সূচনা করেছিলেন। এর সুফল ইতিমধ্যেই মিলেছে। রাজ্যে কমেছে দুর্ঘটনা। আবার পথনিরাপত্তার বিষয়ে মানুষকে সচেতন করতে উলুবেড়িয়ায় ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির আয়োজন করল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। বুধবার হাওড়া গ্রামীণ জেলা পুলিশের তরফে উলুবেড়িয়ার নরেন্দ্র মোড়ে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের মন্ত্রী পুলক রায়, প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায়, উলুবেড়িয়ার মহকুমাশাসক শমীক কুমার ঘোষ, উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ বসু সহ অন্যান্যরা। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
এদিনে অনুষ্ঠানে পথচলতি বাইক চালকদের হেলমেট তুলে দেওয়া হয়। পথ সচেতনতার বার্তা নিয়ে বিশেষ র্যালি অনুষ্ঠিত হয়। বিশেষ অবদানের জন্য বেশ কয়েকজনকে সংবর্ধনাও দেওয়া হয়। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক পদস্থ পুলিশ কর্তা ‘উলুবেড়িয়া সংবাদ’-এর প্রতিবেদককে জানান, এদিন একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শারীরিকভাবে বিশেষ সক্ষম ব্যক্তিরা রাস্তা পারাপারের ক্ষেত্রে কী কী সমস্যায় পড়েন এবং সেগুলো কীভাবে ওভারকাম করা যায় সে নিয়ে চিকিৎসকরা আলোচনা করেন।