নিজস্ব সংবাদদাতা : একদল পড়ুয়া। হাতে নানান বার্তাবাহী পোস্টার। কোনোটায় লেখা ‘গাড়ি আস্তে চালান’, বা কোনোটায় ‘হেলমেট ব্যবহার করুন’ কিমবা ইংরেজি হরফে লেখা ‘ড্রিঙ্কিং এন্ড রাইডিং নট টুগেদার’। এভাবেই পথ নিরাপত্তা সম্পর্কে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে পথচলতি মানুষকে সচেতন করতে পথে নামল ছাত্রছাত্রীরা। বুধবার হাওড়া গ্রামীণ জেলা পুলিশের তরফে বাগনানে পালিত হল ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি। সেই অনুষ্ঠানেই এদিন বিভিন্ন বার্তাবাহী পোস্টার হাতে অংশ নিলেন বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
এদিনের অনুষ্ঠানে গাড়ির চালকদের পাশাপাশি সাধারণ মানুষদেরও চক্ষু পরীক্ষা করা হয়। পাশাপাশি, পথচলতি মানুষ, সাংবাদিক ও কারখানার শ্রমিকদের হাতে পুলিশের তরফে বিশেষ হেলমেট ও বিশেজ জ্যাকেট তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অলোকনন্দা ভাওয়াল, আমতার বিধায়ক সুকান্ত কুমার পাল, উলুবেড়িয়া মহকুমা পুলিশ আধিকারিক রাঘব এস, বাগনান থানার আইসি অভিজিৎ দাস সহ পুলিশ ও প্রশাসনের একাধিক আধিকারিকরা। বিধায়ক সুকান্ত কুমার পাল বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি চালু করার পর থেকে পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অনেকটা কমেছে।