নিজস্ব সংবাদদাতা : রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারল একটি যাত্রীবোঝাই ম্যাজিক গাড়ি। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার শ্যামপুর-গাদিয়াড়া রোডের ফুলতলা এলাকায়।
সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ একটি ম্যাজিক গাড়ি শ্যামপুর-গাদিয়াড়া রোডের ফুলতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে। এই ঘটনার জেরে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনার জেরে বিদ্যুতের খুঁটি ভেঙে পরে। বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শ্যামপুর থানার পুলিশ। ঘটনার পর থেকে ম্যাজিক গাড়িটির চালক পলাতক বলে জানা গেছে।