নিজস্ব সংবাদদাতা : রবিবার সকালে নদীয়ার গয়েশপুরে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল।
নিহত ব্যক্তি তাদের সক্রিয় কর্মী বলে দাবি করেছে বিজেপি। বিজেপির দাবি, বিজেপির সক্রিয় কর্মী বিজয় শীলকে খুন করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে সোমবার কল্যাণী বন্ধের ডাক দিয়েছে পদ্ম শিবির।
এর পাশাপাশি, রাজ্যের বিভিন্ন থানা ঘেরাওয়ের কথা জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
সেই মোতাবেক রাজ্যের অন্যান্য জেলার মতোই আজ হাওড়া গ্রামীণ জেলা বিজেপির তরফে গ্রামীণ হাওড়ার বিভিন্ন থানায় বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে অংশ নেন বিজেপি কর্মী-সমর্থকরা।
হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি শিবশঙ্কর বেজ বলেন, “বাগনান ব্যতীত গ্রামীণ হাওড়ার সমস্ত থানার সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বিজেপি নেতা-কর্মীরা। পাশাপাশি, থানায় ডেপুটেশন দেওয়া হয়।”
তিনি বলেন, “বাগনানে বিজেপি কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে আগামীকাল দুপুরে বিজেপির পক্ষ থেকে বাগনান থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে।”