বিহারের যুগ্ম উপমুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন হাওড়ার রেনু দেবী! জগাছায় খুশির হাওয়া

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : টানটান উত্তেজনার পর পাশ্ববর্তী রাজ্য বিহারের বিধানসভা ভোটে বাজিমাত করেছে এনডিএ জোট। নীতিশ কুমার আবারও বিহারের মুখ্যমন্ত্রী হয়েছেন। তাঁর পাশাপাশি, বিহারের যুগ্ম উপমুখ্যমন্ত্রী হয়েছেন বিজেপি বিধায়ক রেনু দেবী। বিহারের উপ-মুখ্যমন্ত্রী হলেও তিনি জীবনের একটা বড়ো অংশ হাওড়া সদরে কাটিয়েছেন বলে জানা গেছে।

সূত্রের খবর, একটা সময় হাওড়ার জগাছায় শ্বশুরবাড়িতেই থাকতেন রেনুদেবী। আদপে বিহারের বাসিন্দা রেনু দেবীর বিয়ে হয়েছিল হাওড়া জগাছার দুর্গাপ্রসাদের সাথে। দুর্গাপ্রসাদ বাবু পিয়ারলেসের ফিল্ড অফিসার ছিলেন। হাওড়ার বাড়িতে সন্তানেরও জন্ম দেন পাশ্ববর্তী রাজ্যের বর্তমান উপ-মুখ্যমন্ত্রী। হঠাৎ করে স্বামীর মৃত্যু হলে পিয়ারলেসের লাইসেন্স পান রেনু দেবী। বেশ কিছুদিন সেখানে কাজও করেন।

কিন্তু, পিয়ারলেস বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েন রেনুদেবী। একসময় বিহারে নিজের বাবার বাড়িতে ফিরে গিয়ে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। বিজেপি কর্মী হিসাবে পরিচিতি লাভ করেন। তারপর নিজ দক্ষতাকে সাথে নিয়ে হয়ে উঠলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী। অন্যদিকে, রেনু দেবী জগাছায় শ্বশুরবাড়ি দেখাশোনার দায়িত্ব দিয়েছেন পারিবারিক বন্ধু ববন প্রসাদ সিংকে। তবে রেনু দেবী প্রায়শই হাওড়ায় আসেন। শেষবার লকডাউনের আগেই রেনু দেবী হাওড়ার বাড়িতে এসেছিলেন বলে জানা গেছে। রেনু দেবীর প্রতিবেশীদের আশা, আবারও মাটির টানে রেনু দেবী আসবেন হাওড়ার জগাছায়।