নিজস্ব সংবাদদাতা : ১৫ ই আগস্ট, ২৬ শে জানুয়ারীতে লাগানো কাগজের পতাকা পরেরদিনই রাস্তায় পরে অবহেলিত হয়। জাতীয় পতাকাকে অবমাননার হাত থেকে রক্ষা করতে একদশকেরও বেশি সময় ধরে পতাকা কুড়ানোর কাজ করে চলেছেন হাওড়ার বালি নিশ্চিন্দার যুবক প্রিয়রঞ্জন সরকার। আবার আমতা-২ ব্লকের বাসিন্দা কার্ত্তিক ধাড়া স্বাধীনতা দিবস কিমবা প্রজাতন্ত্র দিবসে সাইকেল নিয়ে বেড়িয়ে পড়েন। সাথে থাকে সম্প্রীতি, শান্তি ও পরিবেশ বাঁচানোর বার্তা। আবার বাগনানের চন্দ্রনাথ বসু বছরভর বিভিন্ন দিবস পালন করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। লোকচক্ষুর আড়ালে বছর বহু দিবস তিনি পালন করে চলেছেন। তিনি ‘দিবস কাকু’ হিসাবে ক্রমে খ্যাতি লাভ করেছেন। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
এমনই ব্যতিক্রমী মানুষদের একমঞ্চে এনে সংবর্ধনা দিল বাগনানের খাদিনান বিবেকানন্দ সংঘ। খাদিনান বিবেকানন্দ সংঘ আয়োজিত শ্যামাপুজোর এবার ৫০ তম বর্ষ। সুবর্ণজয়ন্তী বর্ষকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে এই সংগঠন। তারই অঙ্গ হিসাবে রবিবার সন্ধ্যায় হাওড়া জেলার ১২ জন ব্যতিক্রমী ব্যক্তিত্বকে সংবর্ধনা জানায় এই সংগঠন। উদ্যোক্তারা জানান, অনেক মানুষই আছেন যাঁরা সমাজের বুকে প্রতিনিয়ত ব্যতিক্রমী লড়াই চালিয়ে যাচ্ছেন। তাঁদের এই লড়াইকে কুর্নিশ জানাতেই আমাদের এই উদ্যোগ।