নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবারই মন্ত্রিত্ব ও জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা। আর এদিনই দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ডাকা বৈঠক এড়িয়ে গেলেন ডোমজুড়ের বিধায়ক তথা রাজ্যের ‘হেভিওয়েট’ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়৷
দলে একে-ওপরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দুই নেতার এহেন পদক্ষেপ নিছকই কাকতালীয় নাকি এর পেছনে অন্য কোনও কারণ আছে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে৷ বনমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা খবর, তাঁর শরীর ভালো নেই। সেই কারণেই বৈঠকে যাওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, দলীয় বৈঠকের পাশাপাশি এদিন বিকালে ক্যাবিনেট বৈঠকও রয়েছে। সেই বৈঠকেও মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় যোগ দেননি বলে জানা গেছে। প্রসঙ্গত, তিনি এর আগের ক্যাবিনেট বৈঠকেও অনুপস্থিত ছিলেন। তবে মঙ্গলবার একসাথে দু-দুটি বৈঠকে রাজীবের অনুপস্থিতি গেরুয়া শিবিরে যোগদানের জল্পনা আরও বাড়ালো বলে মনে করছে রাজনৈতিক মহল৷