ডোমজুড়ে রাজীবের প্রথম রোড-শো, বিরোধিতায় তৃণমূলের কালো পতাকা, উত্তেজনা তুঙ্গে

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : বিজেপিতে যোগ দেওয়ার পর রবিবার সকালে প্রথমবারের জন্য নিজের বিধানসভা কেন্দ্র ডোমজুড়ের নিশ্চিন্দা অভয়নগরে বিজেপির রোড-শো’য়ে অংশ নিয়ে ঘাসফুল শিবিরের কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।

রোড-শো শুরু হওয়ার আগে থেকেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। এদিন তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া ‘হেভিওয়েট’ নেতার নাম না করে ‘বিশ্বাসঘাতক’, ‘মীরজাফর’ আখ্যা একাধিক জায়গায় পোস্টার লাগানো হয়। ‘আর নয় অন্যায়’ কর্মসূচিতে রোড-শো চলাকালীন একাধিক জায়গায় কালো পতাকা লাগানো হয়।

যদিও, শাসক শিবিরের বিক্ষোভকে গুরুত্ব না দিয়ে স্থানীয় মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ডোমজুড়ের সদ্য প্রাক্তন বিধায়ক। পাশাপাশি, ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। উল্লেখ্য, এদিন অভয়নগর বাজার থেকে শুরু হয়ে এই রোড-শো বালি দুর্গাপুরে শেষ হয়।