নিজস্ব সংবাদদাতা : আম্ফানের এক সপ্তাহ কাটতে না কাটতেই আবারও গতকাল সন্ধ্যায় ঝড়ের তান্ডব দেখেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার মানুষ। ঝড়ের পর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। সাথে বজ্রপাত। বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গ জুড়ে। এমন বৃষ্টি আগামী ৭২ ঘন্টা চলতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, “বিহার থেকে মুর্শিদাবাদের উপর দিয়ে বাংলাদেশ হয়ে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। সেটি ক্রমে দক্ষিণবঙ্গের দিকে সরে আসছিল। যার জেরে শুক্রবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ছিল।
কিন্তু, প্রায় ১০০ কিলোমিটার গতির কালবৈশাখী দ্রুত এবং বিশাল সিস্টেমকে অনেকটা দক্ষিনবঙ্গের দিকে টেনে এনেছে। ফলে যতটা মনে করা হয়েছিল তার থেকে বেশি বৃষ্টি তো হচ্ছেই। সঙ্গে এর সময়কাল দীর্ঘ হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।”
আপাতত পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বীরভূম, পুরুলিয়া এবং দুই মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। সঙ্গে কখনও ঝড়ো হাওয়ায় দিতে পারে।