নিজস্ব সংবাদদাতা : ফের রাজ্যে পুলকার দুর্ঘটনা। তবে এবার ঘটনাস্থল কোলকাতা নয়, খোদ উলুবেড়িয়ায় দুর্ঘটনার শিকার পড়ুয়া বোঝাই পুলকার। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ার ১৬ নং জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতোই মঙ্গলবার সকালে একটি মারুতি ভ্যান পাঁচলার দিক থেকে ১৬ নং জাতীয় সড়ক ধরে কুলগাছিয়ার দিকে ছাত্র তুলতে তুলতে যাচ্ছিল। গাড়িটিতে বীরশিবপুরের একটি বেসরকারি স্কুলের পড়ুয়াদের নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। জানা গেছে, উলুবেড়িয়ার কুশবেড়িয়া নিমতলার কাছে এসে পুলকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বাতিস্তম্ভে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় পুলকারটি। সেই সময় গাড়িতে ছিল চালক সহ বেশ চারজন পড়ুয়া। তারমধ্যে একজন ছাত্রীও ছিল। দুর্ঘটনার আওয়াজ পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে আসেন। স্থানীয়রাই পড়ুয়াদের উদ্ধার করেন। কোনো রকমে শাবল ও রড দিয়ে গাড়ির দরজা কেটে বের করা হয় চালককে। দুর্ঘটনার জেরে পড়ুয়া ও চালক সকলেই কমবেশি আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে প্রথমে উলুবেড়িয়া ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের উলুবেড়িয়া হাসপাতালে পাঠানো হয়। এক ছাত্রীর আঘাত গুরুতর হওয়ায় তাকে কোলকাতায় স্থানান্তরিত করা হয় বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।
উলুবেড়িয়ায় দুর্ঘটনার মুখে পড়ুয়া বোঝাই পুলকার, গাড়ি কেটে কোনোরকমে উদ্ধার
Published on: