নিজস্ব সংবাদদাতা : কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সুব্রত বাবুর বলিষ্ঠ নেতৃত্বে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত দপ্তর দেশে একশো দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে নজির সৃষ্টি করেছে। সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে পঞ্চায়েত দপ্তরে বিরাট শূন্যতা সৃষ্টি হয়। মঙ্গলবারই রাজ্য মন্ত্রীসভার রদবদলে রাজ্যের নতুন পঞ্চায়েত মন্ত্রীর দায়িত্ব দেওয়া হল উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের মন্ত্রী পুলক রায়কে। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
জানা গেছে, পুলক বাবু জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের পাশাপাশি পঞ্চায়েত দপ্তরও সামলাবেন। পুলক রায় পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী হচ্ছেন—এই খবর পাওয়ার পরই গ্রামীণ হাওড়ার তৃণমূল কংগ্রেস কর্মীরা আনন্দে মেতে উঠেছেন। রাজ্য মন্ত্রীসভায় গ্রামীণ হাওড়াকে গুরুত্ব দেওয়ায় অনেক নেতা-কর্মী মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন।