নিজস্ব সংবাদদাতা : শারীরিকভাবে বিশেষ সক্ষমদের পাশে দাঁড়াল কেন্দ্রীয় সরকারের এনআইপিআইডি। এই কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে শনিবার উলুবেড়িয়ার প্রায় ৫০ জন বিশেষভাবে সক্ষম পড়ুয়ার হাতে বিশেষ কিটস তুলে দেওয়া হয়। কিটসে ছিল ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, দৈনন্দিন জীবনের বিভিন্ন ব্যবহার্য সামগ্রী সহ মোট ৪৪ টি দ্রব্য। শনিবার উলুবেড়িয়া-২ ব্লকের আশা ভবন সেন্টার চত্বরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ বসু, এনআইপিআইডি’র কোলকাতা জোনাল ডিরেক্টর সৌমি বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর রীনা দত্ত দাস। তাঁরাই সুমনা, আনাস, পায়েলদের হাতে কিটস তুলে দেন। সৌমি বন্দ্যোপাধ্যায় জানান, কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ধরনের কিটস দেওয়া হয়। ৭ থেকে ১৮ বছর বয়সীদের হাতে এই কিটসগুলি তুলে দেওয়া হল।