নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার শ্যামপুর-২ ব্লকের শ্যামপুর উত্তর চক্রের অন্তর্গত বিভিন্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের হাতে হুইল চেয়ার, রোলেটর, ব্রেইল কিট, ক্রাচ এলবো সহ বিভিন্ন সহযোগী সামগ্রী তুলে দেওয়া হল। হাওড়া জেলা সমগ্র শিক্ষা মিশন ও আলেমকো নামক একটি সংস্থার পক্ষ থেকে এই সহায়ক সরঞ্জাম তুলে দেওয়া হয়। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামপুর-২ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক, এআই শুভেন্দু কুন্ডু, শ্যামপুর উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অমিত দাস সহ অন্যান্যরা। শিক্ষিকা বিনীতা দাস জানান,”কিছুদিন আগে হাওড়া জেলা সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের নিয়ে ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল। তার উপর ভিত্তি করেই এই সহায়ক সামগ্রী তুলে দেওয়া হল।”