নিজস্ব সংবাদদাতা : বাংলার মসনদ কার দখলে যাবে তার উত্তর মিলবে ২ রা মে। কিন্তু, প্রস্তুতিতে পিছিয়ে তৃণমূল-বিজেপি-সংযুক্ত মোর্চা কোনোপক্ষই। প্রচার-পাল্টা প্রচারে জমে উঠেছে ভোটযুদ্ধ। এবার হাওড়া জেলার ১৬ টি বিধানসভার বিজেপি প্রার্থীদের সমর্থনে উলুবেড়িয়ায় জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিজেপি সূত্রে জানা গেছে, আগামী ১ লা এপ্রিল বৃহস্পতিবার দুপুরে ১৬ নং জাতীয় সড়ক সংলগ্ন উলুবেড়িয়া-২ ব্লকের জোয়ারগড়ি গ্রাম পঞ্চায়েতের মধুবাটি গ্রামে বিজেপি প্রার্থীদের সমর্থনে নির্বাচনী জনসভা করবেন নরেন্দ্র মোদী। সেই সভার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে হাওড়া গ্রামীণ জেলা বিজেপির তরফে প্রধানমন্ত্রীর জনসভার জন্য নির্ধারিত মাঠে ভূমি পূজনের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির আহ্বায়ক সুজয় চক্রবর্তী, দলের প্রাক্তন জেলা সভাপতি শিবশঙ্কর বেজ, জেলা সহ-সভাপতি রমেশ সাঁধুখা সহ অন্যান্যরা। অন্যদিকে, মোদীর সভাকে ঘিরে উত্তেজনার পারদ বাড়তে শুরু করেছে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে।