নিজস্ব সংবাদদাতা : কোভিডের জেরে গত দু’বছর ২১ শে জুলাইয়ে ভার্চুয়াল সভা করেছিল তৃণমূল কংগ্রেস। তবে এবার পুরানো মহিমায় ফিরছে একুশে জুলাইয়ের সভা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে আগামী একুশে জুলাই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূলের সভা। গ্রামীণ হাওড়ার আমতায় তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
বুধবার বিকালে আমতার একটি হলে উলুবেড়িয়া উত্তর তৃণমূল কংগ্রেসের ডাকে অনুষ্ঠিত হল একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা। এদিনের সভায় উপস্থিত হয়েছিলেন কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থক। উপস্থিত কর্মী-সমর্থকদের কাছে একুশে জুলাই ধর্মতলায় যাওয়ার আহ্বান জানান উলুবেড়িয়া উত্তর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিনের সভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন চক্রবর্তী, আমতা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি ধনঞ্জয় বাকুলী, উলুবেড়িয়া উত্তর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ আবদুল্লাহ সহ অন্যান্যরা।