নিজস্ব প্রতিনিধি : দেশজুড়ে করোনা মোকাবিলায় দীর্ঘ ২১ দিনের লকডাউনের জেরে ইতিমধ্যেই আর্থিক সংকটের সম্মুখীন হয়েছে বহু দিন আনা দিন খাওয়া পরিবার। আমতা-১, বাগনান-১, উলুবেড়িয়া-২ সহ বিভিন্ন ব্লকের এরকমই বহু প্রান্তিক পরিবারের পাশে দাঁড়িয়েছে আমতার স্বেচ্ছাসেবী সংস্থা ‘স্বপ্ন দেখার উজান গাঙ’। ইতিমধ্যেই তারা প্রায় ৫০০ পরিবারের হাতে তুলে দিয়েছে চাল, আলু, ডাল, তেল, কাঁচা আনাজ সহ বিভিন্ন সামগ্রী। পাশাপাশি, হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে গ্রামের বিভিন্ন প্রান্তে সম্পূর্ণ বিনামূল্যে পৌঁছে দিচ্ছেন এই অগ্রণী যুব সংগঠনটির সদস্যরা।
তাঁদের এই লড়াইকে আরও সুসংসত করতে এগিয়ে এলো ভারতীয় ডাক বিভাগের কর্মচারী সংগঠনের এন.এফ.পি.ই (হাওড়া জেলা শাখা) -এর সদস্যরা। তাঁদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সংগঠনটির হাতে নগদ দশ হাজার টাকা তুলে দেন আমতার ভারপ্রাপ্ত পোস্ট মাস্টার সীতারাম হাজরা। সংগঠনটির জেলা সম্পাদক পিনাকী মন্ডল জানান, “আমাদের পক্ষে সরাসরি প্রান্তিক পরিবারগুলির দ্বারে পৌঁছে যাওয়া সম্ভব হচ্ছে না।তাই আমতার এই স্বেচ্ছাসেবী সংস্থার মধ্য দিয়েই আমরা অসহায় মানুষগুলির পাশে দাঁড়াতে চেষ্টা করছি। “স্বেচ্ছাসেবী সংস্থাটির পক্ষ থেকে ডাক কর্মচারীদের হাতে হ্যান্ড স্যানিটাইজার তুলে দেওয়া হয়।