নিজস্ব সংবাদদাতা : আমতার ছাত্রনেতা আনিস খানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কিছুদিন আগে রাজ্যজুড়ে শোরগোল পড়েছিল। মৃত্যুর তদন্ত করতে সিট গঠন করা হয়েছিল। ঘটনার ১৪৪ দিনের মাথায় সোমবার উলুবেড়িয়া মহকুমা আদালতে চার্জশিট জমা দিল সিট। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
জানা গেছে, আমতা থানার তৎকালীন ওসি দেবব্রত চক্রবর্তী, আমতা থানার এএসআই নির্মল দাস, হোমগার্ড কাশীনাথ বেরা, সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য ও সিভিক ভলান্টিয়ার সৌরভ কাঁড়ারের নাম রয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে ৩৪১, ৩৪২, ৪৫২, ৩০৪/A, ১২০B ধারা দেওয়া হয়েছে বলে জানা গেছে। সিট চার্জশিট জমা দিলেও সিটের তদন্তে খুশি নয় আনিশের পরিবার। আনিশের বাবা সালেম খান আদালতের নজরদারিতে এখনো সিবিআই তদন্তের দাবিতে অনড়।