নিজস্ব সংবাদদাতা : ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্পের মাধ্যমে বারবার রাজ্যের পথনিরাপত্তাকে বাড়ানোর কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি একাধিক জেলার প্রশাসনিক বৈঠকেও তিনি এই প্রকল্পের উপর বেশি জোর দেওয়ার কথা বলেন। এবার বেআইনি পার্কিং বন্ধ করতে উলুবেড়িয়া শহরে পথে নামল পুলিশ। বৃহস্পতিবার উলুবেড়িয়া ট্রাফিক গার্ডের ওসির নেতৃত্বে উলুবেড়িয়ায় ওটি রোডের দু’পাশে অবৈধভাবে রাখা বাইকের বিরুদ্ধে অভিযানে নামে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধভাবে পার্কিং করা বাইকের বিরুদ্ধে কেস দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, উলুবেড়িয়া শহরের দীর্ঘদিনের সমস্যা জ্যাম। অভিযোগ, অটো-টোটো তো বটেই তার পাশাপাশি রাস্তার দু’পাশে থাকা বেসরকারি নার্সিংহোমের সামনে অবৈধভাবে দু-চাকা, চারচাকার গাড়ি পার্কিং করা হয়। এর জেরে কার্যত অবরুদ্ধ হয়ে যায় ওটি রোড। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
সমস্যা মোকাবিলায় ইতিমধ্যেই উলুবেড়িয়া পৌরসভায় পার্কিং জোন করা হয়েছে। তারপরও চিত্রটার খুব একটা পরিবর্তন হয়নি। এবার অবৈধ পার্কিং বন্ধ করতে পথে নামল পুলিশ। এদিন বাইক চালকদের কেস দেওয়ার ক্ষেত্রে ই চালান সিস্টেম ব্যবহার করা হয়। উল্লেখ্য, এমাসের মাঝামাঝি নাগাদ পশ্চিমবঙ্গ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের মাধ্যমে পাইলট ভিত্তিতে ই সিস্টেম পরীক্ষামূলক ভাবে চালু করেছে। এদিন সেই অত্যাধুনিক ব্যবস্থাকেই কাজে লাগানো হয়। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, এডিজি ট্রাফিকের নির্দেশে হাওড়া গ্রামীণ জেলা পুলিশে ই-চালানের ট্রায়াল রান চলছে। পথনিরাপত্তার স্বার্থে এই অভিযান চলবে তিনি জানান। পাশাপাশি, এদিন পুলিশের তরফে উলুবেড়িয়া শহরে অটো-টোটো চালকদের নিয়ে পথনিরাপত্তা সম্পর্কিত বিশেষ সচেতনতা শিবির আয়োজন করা হয়।