নিজস্ব সংবাদদাতা : লকডাউন কার্যকর করতে গিয়ে হাওড়ায় আবারও আক্রান্ত হল পুলিশ। যদিও এবার আর সদর হাওড়া নয়, খোদ উলুবেড়িয়া মহকুমাতেই জমায়েত ওঠাতে গিয়ে প্রহৃত হলেন রাজাপুর থানার দু’ই পুলিশকর্মী।
সূত্রের খবর, সামাজিক দূরত্ব না মেনেই আজ সকালে রাজাপুর থানার বাসদেবপুরের মাগুরঘালি গ্রামে একটি জায়গায় ভিড় করেন অসংখ্য যুবক। বহু মানুষের মুখেই ছিল না মাস্ক।এ ই খবর পেয়েই ঘটনাস্থলে আসে রাজাপুর থানার পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জমায়েত হটাতে গেলে শুরু হয় বচসা। অভিযোগ, বচসার মাঝেই যুবকদের পক্ষ থেকে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়। ভাঙচুর করা হয় পুলিশের বাইকে। জমায়েতকারীদের ছোঁড়া ইটের আঘাতে জখম হন রাজাপুর থানার এ.এস.আই রবীন্দ্রনাথ রায় ও সিভিক ভলান্টিয়ার দেবেশ রঞ্জিত।
তাঁদের নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। খবর পেয়েই রাজাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অজয় সিংয়ের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। এলাকায় নামানো হয় র্যাফ। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে পুলিশি তল্লাশি।